বিশ্বকাপ বাছাইপর্বে চমক দেখিয়েছে প্যারাগুয়ে। আর্জেন্টিনাকে হারিয়ে পয়েন্ট তালিকায় এগিয়ে গেল তারা। ছেদ ঘটলো আর্জেন্টিনার জয়ের ধারাতেও ।
আসুনসিওনের দেল চাকো স্টেডিয়ামে ম্যাচটি ২-১ ব্যবধানে হারতে হয়েছে লিওনেল স্কালোনির দলকে। যদিও হারের পরও পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। পুরো ম্যাচে আজ আর্জেন্টিনার সেরা তারকা মেসি খেললেও জয় থেকে বঞ্চিতই থাকতে হলো বিশ্ব চ্যাম্পিয়নদের।
ম্যাচের শুরুতে ১১ মিনিটেই লাউতারো মার্টিনেজের দুর্দান্ত শটে আর্জেন্টিনা এগিয়ে যায়। তবে লিড ধরে রাখতে ব্যর্থ হয় তারা। ১৯ মিনিটে গুস্তাভো গোমেজের হেড ক্রসবারে প্রতিহত হলে, প্যারাগুয়ে একাধিক প্রচেষ্টার পর সমতায় ফেরে। ভেলাসকেসের ক্রস থেকে দারুণ বাইসাইকেল কিকে গোল করেন আন্তোনিও সানাব্রিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক প্যারাগুয়ে। ৪৮ মিনিটে গুস্তাভো গোমেজের ফ্রি কিক থেকে ওমার আলদেরেতে দুর্দান্ত এক ডাইভিং হেডে আর্জেন্টিনার জালে বল পাঠিয়ে দেন। এরপরও ম্যাচে বেশ কিছু সুযোগ পায় আর্জেন্টিনা। ৬৯ মিনিটে রদ্রিগো ডি পল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এবং ৭৯ মিনিটে মেসির শটও লক্ষ্যভ্রষ্ট হয়।
আর্জেন্টিনার এই হারের পর তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ২২। কলম্বিয়ার এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে তাদের ছুঁয়ে ফেলার সুযোগ রয়েছে। অন্যদিকে, আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠে এসেছে প্যারাগুয়ে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে ছয়ে প্যারাগুয়ে।