সময় সবচেয়ে মূল্যবান সম্পদ। এর সঠিক ব্যবস্থাপনা না জানলে নিজের সমৃদ্ধি ব্যাহত হয়, হতাশা আর উদ্বেগ জেঁকে বসে। সময় ম্যানেজ করতে না পারাটা আমাদের সকলেরই একটি সাধারণ সমস্যা।
সময় ম্যানেজ করতে না পারার কিছু উল্লেখযোগ্য কারণ নিচে তুলে ধরা হলো:
• পরিকল্পনার অভাব
সঠিক পরিকল্পনা না থাকলে কী কাজ কোন সময়ে করতে হবে তা নির্ধারণ করা যায় না। ফলে গুরুত্বপূর্ণ কাজগুলো সময়মতো শেষ হয় না।
• প্রায়োরিটির অভাব
কাজের অগ্রাধিকার নির্ধারণ না করলে অপ্রয়োজনীয় কাজে বেশি সময় চলে যায়, আর গুরুত্বপূর্ণ কাজ বাকি থেকে যায়।
• বিভ্রান্তি ও প্রলোভন
সামাজিক মাধ্যম, ভিডিও গেম বা অন্য অনাকাঙ্ক্ষিত কার্যকলাপের দিকে মনোযোগ চলে গেলে প্রয়োজনীয় কাজের জন্য সময় কম পড়ে যায়।
• অসুস্থ অভ্যাস
দেরিতে ঘুম থেকে ওঠা, কাজ করার সময় নষ্ট করা বা সময়জ্ঞানহীন হওয়া ইত্যাদি অভ্যাস সময় ব্যবস্থাপনায় বাধা দেয়।
• অতিমাত্রায় কাজ নেওয়া
প্রয়োজনের বেশি কাজের দায়িত্ব নিলে সবগুলো কাজ শেষ করা সম্ভব হয় না, যা সময় ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরি করে।