রাজধানীর ভাটারা থানার শাহজাদপুরে হোটেল সৌদিয়া নামের এক আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।
নিহত ব্যক্তিরা সকলেই পুরুষ। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
সোমবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারা স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। তবে নিহত ব্যক্তিদের লাশ পাওয়া গেছে ৬ তলায়। একজনের লাশ বাথরুমের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে আর তিনজনের লাশ পাওয়া গেছে সিঁড়ির গোড়ায়। তবে সিঁড়ির দরজা তালাবদ্ধ ছিল।