আবহাওয়ার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টা থেকে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।
বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। একই দিন বিকেল সাড়ে ৩টায় ফেরি চলাচলও বন্ধ করা হয়।
দীর্ঘ সময় চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হয় এবং অনেকেই বিকল্প পথে যাত্রা করেন। আবহাওয়ার উন্নতি হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু হলেও লঞ্চ চলাচল বন্ধ ছিল।
দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় আজ সকাল থেকে লঞ্চ চলাচল আবারও শুরু হয়েছে।