আগামী ২০ বছরে আফ্রিকার স্বাস্থ্য ও শিক্ষাখাতে প্রায় ২০০ বিলিয়ন ডলার ব্যয়ের ঘোষণা দিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।
সোমবার (২ জুন) ইথিওপিয়ার আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে এক ভাষণে তিনি এ ঘোষণা দেন।
সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে এই তহবিল ব্যবহৃত হবে বলে জানান তিনি।
বিল গেটস প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বলেন, গর্ভবতী মা ও শিশুদের পুষ্টি নিশ্চিত করা হলে দীর্ঘমেয়াদি উন্নয়ন সম্ভব।
এছাড়া তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাবনা নিয়েও আশাবাদ প্রকাশ করেন। রুয়ান্ডায় এআই-ভিত্তিক আল্ট্রাসাউন্ড প্রযুক্তির উদাহরণ তুলে ধরে গেটস বলেন, এ ধরনের প্রযুক্তি আফ্রিকার স্বাস্থ্যব্যবস্থায় বিপ্লব ঘটাতে পারে।