আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে পাকিস্তানি সামরিক বাহিনী দফায় দফায় বিমান হামলা চালিয়েছে। এই ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামে এই হামলা চালানো হয়।
স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম খামা প্রেস এবং এএনআই পৃথক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বিমান হামলার কারণে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। মুর্গ বাজার নামে একটি গ্রাম সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এক পরিবারের পাঁচ সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে অনেকেই গুরুতর অবস্থায় রয়েছেন। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই হামলার নিন্দা জানিয়েছে এবং পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।