আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি আত্মঘাতী বোমা হামলায় শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানি নিহত হয়েছেন। এ হামলার সময়ে তিনি নিজ কার্যালয়েই উপস্থিত ছিলেন।
বুধবার এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
সিএনএন জানিয়েছে, হামলার ঘটনায় শরণার্থীবিষয়ক মন্ত্রী খলিল উর-রহমান হাক্কানিসহ তাঁর কয়েকজন সহকর্মী নিহত হন।
প্রসঙ্গত, আফগানিস্তানে বিভিন্ন সময় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী ইসলামিক স্টেট খোরাসান (আইএস-কে) হামলা চালিয়ে আসছে। তবে এই হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।