ছাত্র-জনতার আন্দোলনে ডিএমপি অপেশাদার আচরণ করেছে। গত ১৫ বছরে ৮০-৯০ হাজার পুলিশকে দলীয় পরিচয়ে নিয়োগ দেয়া হয়েছে। এদের মধ্যে যারা অপেশাদার আচরণ দেখিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী ডিএমপির মিডিয়া সেন্টারে এসব কথা বলেন।
এসময় তিনি ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের অপেশাদার আচরণের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান।
তিনি বলেন,‘ছাত্র-জনতার আন্দোলনে ঢাকা মহানগর পুলিশ পেশাদারিত্বের বাইরে গিয়ে কাজ করেছে। এ ঘটনায় আমি ঢাকাসহ দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’
তিনি জানান, পুলিশকে আরও বেশি সক্রিয় করতে প্রতি থানায় স্থানীয়দের নিয়ে আলোচনা সভা করা হচ্ছে।