ভারতীয় লেখক, আইনজীবী ও অধিকারকর্মী বানু মুশতাক ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন। ‘হার্ট ল্যাম্প’ নামে তাঁর ছোটগল্পের সংকলনের জন্য মঙ্গলবার লন্ডনের টেট মডার্ন গ্যালারিতে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।
৭৭ বছর বয়সী বানু মুশতাক বইটি কান্নাড়া ভাষার লেখক। এই ভাষার লেখকদের মধ্যে তিনিই প্রথম এ পুরষ্কার পেলেন। তার বইটি ইংরেজিতে অনুবাদ করেছেন দীপা ভাস্তি। বানু মুশতাক তার সাথে পুরস্কারের ৫০ হাজার পাউন্ড অর্থমূল্য ভাগ করে নেবেন।
‘হার্ট ল্যাম্প’-এ ১২টি গল্প স্থান পেয়েছে। বইয়ে দক্ষিণ ভারতের মুসলিম সমাজের নারী ও কিশোরীদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। বিচারকমণ্ডলীর সভাপতি ম্যাক্স পোর্টার বইটিকে “ইংরেজি ভাষার জন্য বিপ্লবাত্মক অনুবাদ” হিসেবে আখ্যায়িত করেন।
পুরস্কার গ্রহণকালে বানু বলেন, “এই সম্মান আমি ব্যক্তিগতভাবে নয় বরং অনেক কণ্ঠস্বরের প্রতিনিধি হিসেবে নিচ্ছি।”