আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন চিত্রনায়িকা পরীমনি। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন।
এর আগে গতকাল রোববার আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। তার আইনজীবী জানিয়েছেন, অসুস্থ থাকার কারণে তিনি গতকাল আদালতে হাজির হতে পারেননি । তিনি সময় বাড়ানোর জন্য আবেদন করেছেন তবে আদালত আবেদন গ্রহণ করেননি।
জামিন পাওয়ার পর পরীমনি সাংবাদিকদের বলেছেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমার এই বিশ্বাস শেষ পর্যন্ত থাকবে। আশা করছি ন্যায়বিচার পাবো। আমার বিশ্বাস ছিলো আমি জামিন পাবো।
প্রসঙ্গত, ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদ ২০২২ সালের ৬ জুলাই পরীমনির বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।