আজ ২৬শে মার্চ, ৫৫তম মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতার ডাক এসেছিলো। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে আমরা পেয়েছি পৃথিবীর বুকে নতুন মানচিত্র, পেয়েছি নতুন একটি পতাকা।
১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেন। তিনি বলেন, ‘ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। …চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।’
তার এই ঘোষণার সাথে সাথে বাংলার মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়ে। দীর্ঘ নয় মাস প্রাণপন যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনে।
১৯৭১ সালে এই দিনটি এসেছিল বলেই আমরা আজ মাথা উঁচু করে দাঁড়াতে পারি। আমরা পেয়েছি একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র।
স্বাধীনতা দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৬ মার্চ) ভোরে তারা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
স্বাধীনতা দিবস উপলক্ষে দিনব্যাপী সারাদেশে রয়েছে নানা আয়োজন।