আজ ১৪ ফেব্রুয়ারি। ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। আজ ভালোবাসার দিন। দিবসটি পশ্চিমা অনুষঙ্গ হলেও বাংলাদেশেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
প্রতিবছর এ দিনে ভালোবাসার মানুষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রঙ-বেরঙের পছন্দের পোশাক পরে সঙ্গীকে নিয়ে কেউ কেউ ঘুরতে বের হোন প্রিয় জায়গাগুলোতে। একে অপরকে উপহার দেন বিশেষ কিছু।
ভালোবাসা দিবস প্রেমিক-প্রেমিকাকে ছাপিয়ে হয়ে ওঠে সর্বাঙ্গীন। বাবা-মা, ভাই-বোন কিংবা বন্ধু-বান্ধবের মধ্যেও এ দিবস নিয়ে চলে অনুভূতির বিনিময়।
ফুলের দোকানগুলোতে আজ উপচে পড়া ভিড় দেখা যায়। গোলাপ ফুলের দাম স্বাভাবিক সময়ে যেমন থাকে আজ তা অনেকটাই বেড়ে যায়।
ঐতিহাসিকভাবে এটি সেন্ট ভ্যালেন্টাইনের স্মরণে উদযাপিত হয়, যিনি প্রেমিকদের গোপনে বিয়ে করাতেন। মধ্যযুগে ইউরোপে এ দিনটি প্রেমের উৎসব হিসেবে জনপ্রিয়তা পায়। বর্তমানে বিশ্বব্যাপী ভালোবাসা প্রকাশের বিশেষ দিন হিসেবে এটি উদযাপিত হচ্ছে।