আজ পবিত্র শবে কদর বা লাইলাতুল কদর। মুসলিমদের জন্য সন্ধ্যার পর শুরু হওয়া এ কদরের রজনী অত্যন্ত বরকতময়।
যথাযোগ্য ধর্মীয় মর্যাদা এবং ভাবগাম্ভীর্য বজায় রেখে প্রতিবছর শবে কদর পালিত হয়ে থাকে। এবারেও এর ব্যতিক্রম হবেনা।
এই বিশেষ রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন আল্লাহ। এ রাতের এবাদত হাজার মাসের এবাদতের চেয়েও উত্তম।
এর আরেকটি বিশেষ তাৎপর্য হলো পবিত্র রমজান মাসে এ রাতে পবিত্র কোরআন নাজিল হয়েছিল। বান্দারা আল্লাহর নৈকট্য লাভের আশায় এ রাতে এবাদতে মশগুল থাকেন।
এ রাতে মুসলমানগণ নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির-আজকার ও দোয়া করবেন। আল্লাহর অসীম রহমত, নাজাত, বরকত ও মাগফেরাত অর্জন করতে পারি এ রাতের মাধ্যমে।