আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হবে।
আজকের এই দিনে খ্রিস্টানদের প্রভু ও রক্ষাকর্তা যীশু খ্রিস্ট জন্ম নিয়েছেন। তার জন্মদিবস স্মরণেই এ উৎসব পালিত হয়।
এদিনটি বর্ণিল আলোকসজ্জার মাধ্যমে উদযাপিত হয়। নানা রঙের আলোয় সাজানো ক্রিস্টমাস ট্রি, বিশেষ প্রার্থনা, শিশুদের মাঝে উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় এ উৎসবের মূল বৈশিষ্ট্য।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস পৃথক বার্তায় দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন।
দিবসটি উপলক্ষে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরালো করা হয়েছে। এদিকে আজ ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফুটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।