আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রমনার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দেন।
তার ভাষণ তৎকালীন পূর্ব পাকিস্তানের মানুষকে আন্দোলিত করে। বাঙ্গালী জাতির মুক্তির সংগ্রামে তথা স্বাধীনতা সংগ্রামে এ ভাষণ প্রধান নিয়ামক হিসেবে কাজ করেছে।
বঙ্গবন্ধুর এ ভাষণ মুক্তিকামী বাঙালির যুদ্ধ- প্রস্তুতির মূল হাতিয়ার ছিলো। বঙ্গবন্ধু বলেন, ‘ভাইয়েরা আমার, আজ দুঃখ-ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি..।’ বঙ্গবন্ধু জনগণকে সাহস দেখান, ‘যার যা আছে, তা নিয়ে প্রস্তুত থাকো। ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।’ এরপর জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম; এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।’
বঙ্গবন্ধুর এ ভাষণকে বিশ্বের গুরুত্বপূর্ণ প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। ৭ মার্চের ভাষণকে মার্টিন লুথার কিংয়ের ‘আই হ্যাভ এ ড্রিম’-এর মতো বিখ্যাত ভাষণের সঙ্গে তুলনা করা হয়। বঙ্গবন্ধুর এ ভাষণ পৃথিবীর অনেক ভাষায় অনুদিত হয়েছে।