চুয়াডাঙ্গায় টানা চারদিন ধরে তীব্র তাপদাহে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। রবিবার (১১ মে) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে এখানেই—৪১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। এর আগের দিন শনিবার ছিল ৪১ ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অনুভূতি আরও বাড়ছে। রাস্তাঘাটে চলছে যেন আগুনের লেলিহান শিখা। সকাল থেকেই রাস্তায় মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। খেটে খাওয়া মানুষরাও বাধ্য হয়ে ঘরে অবস্থান করছেন। তবে জীবিকার প্রয়োজনে যারা বাইরে বের হয়েছেন, তাদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে।
চুয়াডাঙ্গার বাসিন্দারা বলছেন, এমন গরম তারা গত কয়েক বছরে দেখেননি। বিশেষ করে নির্মাণশ্রমিক, রিকশাচালক, ভ্যানচালক ও দিনমজুর শ্রেণির মানুষের আয়-উপার্জনে দেখা দিয়েছে চরম ভাটা।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ জামিনুর রহমান জানিয়েছেন, আগামী ১৩ মে’র পর থেকে বৃষ্টিপাতের একটি সম্ভাব্য বলয় দেখা যাচ্ছে। তবে তার আগে আরও দুইদিন তীব্র তাপদাহ অব্যাহত থাকবে বলে আশঙ্কা করছেন তিনি।
চিকিৎসকরা বলছেন, এমন আবহাওয়ায় হিটস্ট্রোক, পানিশূন্যতা ও ত্বকের বিভিন্ন সমস্যার ঝুঁকি বেড়ে যায়। তারা সবাইকে প্রচুর পরিমাণে পানি পান, সাদা পাতলা কাপড় পরা এবং রোদে সরাসরি না বের হওয়ার পরামর্শ দিয়েছেন।