পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে করাচি কিংসের হয়ে খেলার কথা ছিল বাংলাদেশের তারকা ব্যাটার লিটন দাসের। কিন্তু আঙ্গুলে চোটের কারণে পুরো আসর থেকেই ছিটকে গেলেন তিনি।
শনিবার (১২ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানিয়েছেন।
তিনি পোস্টে লিখেন, করাচি কিংসের হয়ে পিএসএল খেলতে আমি সত্যিই মুখিয়ে ছিলাম। কিন্তু স্রষ্টার পরিকল্পনা ছিল ভিন্ন। অনুশীলন সেশনে আমি আঙুলে চোট পেয়েছি।
জানা গেছে, অনুশীলনের সময় লিটনের একাধিক আঙুলে ফ্র্যাকচার ধরা পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, এই চোট কাটিয়ে উঠতে তার অন্তত দুই সপ্তাহ সময় লাগবে। ফলে এই আসরে করাচি কিংসের সঙ্গে আর তিনি থাকতে পারছেন না।
পুরো আসরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েও আঙ্গুলে চোটের কারণে মাঠে নামার স্বপ্ন ভেঙে গেল তার। তিনি ইতোমধ্যে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।