বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় থাকার সময় আওয়ামী লীগ ৩টি নির্বাচনে যে তাণ্ডব চালিয়েছে, তা কেউ ভোলেনি। যারা নির্বাচনে বিশ্বাস করে না, তাদের আবার কীসের নির্বাচন।
শুক্রবার দুপুরে নাটোরে দলটির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেছেন, যারা মানুষকে সম্মান করে, দেশবাসীকে ভালোবাসে, যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত; নির্বাচন তাদের জন্য। এই বিশ্বাস ও আস্থা যাদের নয়, নির্বাচন তাদের কপালে নেই। আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে না, তাই তাদের কপালে নির্বাচন নেই ।
এসময় তিনি স্বাধীনতার পর দেশের কোনো সরকারই দেশের আমানত রক্ষা করেননি বলে অভিযোগ করেন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, অতি জরুরি সংস্কারগুলো সম্পন্ন করে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় চলে যাবেন।