গাজীপুরের জয়দেবপুর থানায় আওয়ামী লীগ নেতা শফিকুল সিকদারকে ছাড়িয়ে নিতে থানার সামনে মিছিল করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।
শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। তবে পুলিশ আটক আওয়ামী লীগ নেতাকে ছাড়েনি।
শফিকুল সিকদার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
তার বিরুদ্ধে জয়দেবপুর থানায় একটি মামলা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাকে গতকাল সন্ধ্যায় ভাওয়াল মির্জাপুর বাজার এলাকা থেকে আটক করে পুলিশ।
খবর পাওয়া গেছে, রাত ৮টার দিকে জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা থানার সামনে মিছিল বের করে এবং শফিকুলকে মুক্তির দাবি জানায়। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাছে গিয়ে তারা গ্রেপ্তার শফিকুল সিকদারকে তাদের লোক হিসেবে দাবি করে ছেড়ে দেওয়ার তদবির করেন। পুলিশের সঙ্গে জামায়াত নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডাও ঘটে। একপর্যায়ে কয়েকশ’ জামায়াত নেতা-কর্মী থানার সামনে অবস্থান নিয়ে থানা ঘেরাও করেন। তাদের দাবি শফিকুল সিকদার নির্দোষ, তাই তাকে মুক্তি দিতে হবে।
গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, শফিকুল সিকদার ২০১৮ সালের পর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না এবং পরে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দিয়েছেন। তিনি আরো দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শফিকুলের বিরুদ্ধে নিয়মিত রাজনৈতিক মামলা রয়েছে , তাই তাকে ছাড়া হয়নি। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।