আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে ইউপি সদস্যসহ নিহত হয়েছেন দু’জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ ৫ জন।
শনিবার ভোরে জেলার রায়পুরার চান্দেরকান্দিতে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন চান্দেরকান্দি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মানিক মিয়া (৫৫) এবং কল্পনা বেগম (৩২)।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, রায়পুরা উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও বাছেদ মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্ব নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে দুই পক্ষের সমর্থকরা আজ ভোরে সংঘাতে জড়ায়। এসময় রুবেলের পক্ষের লোক ইউপি সদস্য মানিক মিয়াকে কুপিয়ে হত্যা করে বাছেদ মেম্বারের সমর্থকরা। কল্পনা বেগমকেও ঘরে ঢুকে গুলি করে তারা।
পরে সকাল ১১টার দিকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতদের মরদেহ উদ্ধার করে নরসিংদী জেনারেল হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। আহতদেরকে ঢাকা মেডিক্যালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।