সাভারের ফুলবাড়িয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন মারা গেছেন।
গতকাল বুধবার রাত দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও শিশু রয়েছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা সূত্রে জানা যায়, ঢাকা-আরিচা মহাসড়কে একটি অ্যাম্বুলেন্সকে যাত্রীবাহী দুটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে সেখানে আগুন ধরে যায়। পরে সে আগুন বাসেও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট রাত দুইটার দিকে ঘটনাস্থলে আসে। তাদের দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়।
অ্যাম্বুলেন্সের ভেতর থেকে দগ্ধ অবস্থায় চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কয়েকজন বাসের যাত্রীও আহত হয়েছেন, তাদের হাসপাতালে নেয়া হয়েছে।