অপ্রত্যাশিত বিপর্যয়, ঘরের মাঠেই ভারতের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে মাত্র ১০৪ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এই বিপর্যয়ের পর ভারত ৪৬ রানের লিড নিয়েছে।
বুমরাহর বোলিং তোপে ৭৯ রানে ৯ উইকেট হারায় অস্ট্রেলিয়া। তারপর কোনোরকমে দশম উইকেটে স্টার্ক ও হ্যাজলউডের ২৫ রানের পার্টনারশিপের কারণে ১০০ রানের গণ্ডি পার হতে সক্ষম হয় তারা। এটিই ছিলো তাদের প্রথম ইনিংসে সর্বোচ্চ জুটি।
শুক্রবার পার্থের বাউন্সি পিচে প্রথমে ব্যাটিং করতে নেমে ভারত মাত্র ১৫০ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ ৪১ রান করেন নীতিশ কুমার রেড্ডি, ৩৭ রান করেন ঋষভ পন্ত এবং ২৬ রান করেন লোকেশ রাহুল।
এরপর অস্ট্রেলিয়া ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ৬৭ রানে দিন শেষ করে। ক্রিজে ছিলেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। দ্বিতীয় দিনে, শুরুতেই বুমরাহ ক্যারি’কে আউট করে অস্ট্রেলিয়ার বিপর্যয় আরো বাড়িয়ে দেন। ভারতের অধিনায়ক বুমরাহ পার্থে ৫ উইকেট শিকার করেন।
অস্ট্রেলিয়ার ব্যাটিং এবং বোলিং দুই ক্ষেত্রেই অবস্থা এখন শঙ্কাজনক। এখন বিপর্যয় কাটিয়ে ওঠাই তাদের লক্ষ্য।