অভিবাসন নীতিতে কঠিন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। এবার ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে আসা পাঁচ লাখ ৩০ হাজারের বেশি অভিবাসীর অস্থায়ী বৈধ মর্যাদা বাতিল করেছে।
এসকল অভিবাসী কিউবা, হাইতি, নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে এসেছিলো।
মার্কিন ফেডারেল রেজিস্ট্রারে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই সিদ্ধান্ত কার্যকরী হবে আগামী ২৪ এপ্রিল থেকে।