রাজধানীর আগারগাঁও ও মিরপুর সড়ক অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিরা।
রোববার সকালে আগারগাঁও ও দুপুরে মিরপুর সড়ক অবরোধ করেন তারা। এসময়ে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।
সুচিকিৎসা, পুনর্বাসন ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তারা আন্দোলন করছেন।
বিকেল ৪টার মধ্যে তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি না দিলে অবরোধকারীরা সচিবালয় ঘেরাও করবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
দুপুর আড়াইটার দিকে মিরপুর সড়ক অবরোধ করে রাখা আহতদের মধ্যে সোহেলী নামে এক নারী এই কর্মসূচি ঘোষণা করেন।