জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনে নারীরা সাহসী ভূমিকা রেখেছিলো। নারীদের মধ্য থেকে নিহত এবং আহত হয়েছেন অনেকেই। এই সময়ের বিপ্লবী কন্যাদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সভায় তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন তিনি।
এ সময় উপস্থিত নারী শিক্ষার্থীরা অভ্যুত্থানের সময়কার নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তাদের আশা-আকাঙ্ক্ষা , দাবি, প্রস্তাব আগ্রহ নিয়ে শোনেন ড. মুহাম্মদ ইউনূস।
শেখ হাসিনার কর্তিত্ববাদী আচরণে আইন শৃঙ্খলা বাহিনী এবং দলীয় কর্মীদের বর্বরতায় বেসরকারী হিসেবে সহস্রাধিক মানুষের মৃত্যু হয়। আহত হয় বহু মানুষ। আন্দোলন দাবানলের মতো চারদিকে ছড়িয়ে পড়লে ৫ আগস্ট দেশ ত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। ৮ আগস্ট দায়িত্ব নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার।