সামরিক আইন জারির পর তীব্র সমালোচনার মুখে জাতির কাছে ক্ষমা চাইলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল।
গত মঙ্গলবার রাতে হঠাৎ করেই ইউন দেশে সামরিক আইন জারি করেন। এর পরই তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনার কয়েক ঘন্টা পরেই তিনি সামরিক আইন প্রত্যাহার করে নেন।
এই ঘটনার রেষ কাটেনি এখনও। রাষ্ট্রপতির অভিশংসনের জন্য বিরোধী জোটগুলো একতাবদ্ধ হয়েছে। দেশটিতে তীব্র বিক্ষোভ চলছে।
শনিবার সকালে নিজের অবস্থান পরিষ্কার করে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি ক্ষমা চান। এসময় তিনি বলেন, ‘ পুনরায় সামরিক আইন জারি করার মতো ঘটনা আর ঘটবে না। দেশের ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য তার দল দায়ী থাকবে’।
তিনি বলেন,’আমি এই ঘটনার কারণে সৃষ্টি হওয়া আইনি ও রাজনৈতিক জটিলতা এড়াতে পারিনা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই ঘটনার আর পুনরাবৃত্তি ঘটবে না। আমি জনগনের উদ্বেগের কারণ হয়ে থাকলে মাথা নত করে ক্ষমা চাই’।