জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে।
আজ রোববার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ।
থাইল্যান্ডগামী একটি ফ্লাইটে উঠতে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখার হেফাজতে হস্তান্তর করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যাচেষ্টা মামলার অন্যতম আসামি নুসরাত ফারিয়া।
এই মামলায় আরও আসামি করা হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা এবং অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জনকে।