রাজধানীর সড়কে চলাচলকারী অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
আজ মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ অভিযান চালানো হয়। রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বর মোড় থেকে শুরু হয়ে আসাদ গেট পর্যন্ত মহাসড়কে এ অভিযান পরিচালিত হয়।
ডিএনসিসির প্রশাসক মোহম্মদ এজাজ এ অভিযানে নেতৃত্ব দেন । তিনি জানান, নগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল রাজধানীর রাস্তায় শৃঙ্খলা ফেরাতে অবৈধ অটোরিকশাগুলো সরিয়ে দেওয়া। সেই লক্ষ্যে আজকের অভিযান শুরু করা হয়েছে।
তিনি আরও জানান, ঢাকার রাস্তা থেকে ধাপে ধাপে সকল অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা তুলে নেয়া হবে। নগরের যানজট ও বিশৃঙ্খলার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই যানবাহনগুলো। সরকারের অনুমোদিত, নিবন্ধিত ও প্রশিক্ষিত চালকদের মাধ্যমে পরিচালিত নতুন অটোরিকশা চালু হবে।
অটোরিকশা উচ্ছেদের সময় অনেক চালকই তাঁদের আয়ের সম্বল হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। কেউ প্রশাসকের পায়ে পড়ে গড়াগড়ি করেন। কেউবা রাস্তায় শুয়ে পড়ে আকুতি জানান। এসময় আবেগঘন পরিস্থিতি তৈরি হয়।