অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। প্রাথমিকভাবে এ চুক্তির মেয়াদ ৬০ দিন। পর্যায়ক্রমে এটি বাড়ানো হবে।
রয়টার্সের খবর অনুসারে, বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) এই যুদ্ধবিরতি চুক্তিটি কার্যকর হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি প্রাথমিকভাবে ৬০ দিনের জন্য কার্যকর থাকবে এবং পরবর্তীতে বাড়ানো হবে।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েল ও লেবানন উভয় পক্ষই যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় চুক্তি মেনে নিয়েছে।
তিনি জানান, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে চুক্তি অনুমোদন করেছে। যুদ্ধবিরতি স্থানীয় সময় ভোর ৪টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) শুরু হবে।
এ চুক্তির মাধ্যমে লেবাননের হিজবুল্লাহর সঙ্গে এক বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটবে, যা হাজার হাজার মানুষের প্রাণহানির কারণ হয়েছে।