প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যাংককে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন।
শুক্রবার ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে তারা বৈঠকে বসেন।
এটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে মোদির প্রথম বৈঠক।
বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য, যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।
দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে বৈঠক হবার কথা থাকলেও তা সম্ভব হয়নি৷ অবশেষে এটি সম্ভব হলো।