সকল প্রতিবাদ ও প্রতিরোধে যার কবিতা আমাদের প্রাণের ভাষাকে উপস্থাপিত করে সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অবশেষে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপণ জারি করে তাকে এ স্বীকৃতি দেয়া হলো।
এর আগে গত ৫ ডিসেম্বর অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব অনুমোদন করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ডিসেম্বরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক সভায় অনুমোদিত প্রস্তাব অনুযায়ী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করা হয়েছে। এটি সবার অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।
১৯৭২ সালের ৪ মে কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আসেন। এই তারিখ থেকেই তাঁকে বাংলাদেশের ‘জাতীয় কবি’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি হিসেবে অনেক আগ থেকেই স্বীকৃত। তবে জনগনের দাবি ছিলো তার বাংলাদেশে ফেরার তারিখ থেকে যেন তাকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয়া হয়। সেটিই অবশেষে বাস্তবতা পেলো।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি কবিকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়। একই বছরের ২১ ফেব্রুয়ারি তিনি একুশে পদকে ভূষিত হন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট এই চির বিদ্রোহী কবির জীবনাবসান হয়। জীবনাবসানের পর কবিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
কবির প্রয়াণে দুইদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করে বাংলাদেশ। পরবর্তীকালে তাকে ‘জাতীয় কবি’ হিসেবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ জারি করা হয়।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১৯২৯ সালের ১০ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার আলবার্ট হলে গোটা বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস. ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্র দাশসহ বহু বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কাণ্ডারী’ ও ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।