ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অধিভুক্ত বাতিলের জন্য আন্দোলন করছেন। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অধিভুক্তি বাতিল চান। তারাও একই দাবিতে আন্দোলন করছেন।
শুরু থেকেই এ জটিলতা নিরসন নিয়ে চাপে আছে ঢাবি কর্তৃপক্ষ ও সরকার। তবে এবার অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। সাত কলজকে ঢাবি থেকে পৃথক করার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার।
ইতোমধ্যে অধিভুক্ত বাতিলের বিষয়টি ঢাবিকে অবগত করেছে সরকার। কিন্তু ঠিক কি উপায়ে এই সিদ্ধান্তটি নেয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি।
আন্দোলনকারীরা তাঁদের বিভিন্ন দাবি-দাওয়া ও প্রস্তাবনা সরকারকে জানিয়েছে। বিভিন্ন বিকল্প অনুসন্ধান করে বিষয়টি সমাধানের জন্য সরকার কাজ করছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেছেন,‘সরকার থেকে সাত কলেজের অধিভুক্ত বাতিল প্রসঙ্গে আমাদেরকে ইঙ্গিত দেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে পৃথক্করণ করা হোক, এটা আমরাও চাই। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় শিগগিরই আমাদের ডাকবে। পৃথকীকরণের বিষয়ে সরকার আমাদের ঢাবি শিক্ষার্থীদের সঙ্গেও আলাপ করবে। এ ছাড়া আমরা নিজেরাও এ বিষয়ে তথ্য উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে আলাপ-আলোচনা অব্যাহত রেখেছি। পৃথকীকরণের বিষয়ে আমরা সমন্বিত সিদ্ধান্ত নেব।’