ছয় বছর পর ইউরোপ সেরার মঞ্চে সেমিফাইনালে ফিরলো বার্সেলোনা।
কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে কাতালানরা ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে উড়িয়ে দেয়। তবে মঙ্গলবার (১৫ এপ্রিল) সিগনাল ইদুনা পার্কে ফিরতি লেগে ৩-১ গোলে হেরে যায় বার্সা।
দুই লেগ মিলিয়ে ৫-৩ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চার নিশ্চিত করে হানসি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচের ১১ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ডর্টমুন্ডকে এগিয়ে দেন সেরহু গিরাসি। বিরতির পর আরও দুইবার জালের দেখা পান তিনি। তবে ৫৩ মিনিটে বার্সার একটি গোল ডর্টমুন্ডের প্রত্যাবর্তনের স্বপ্ন ভেঙে দেয়।
শেষ পর্যন্ত ডর্টমুন্ড ৩-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে বিদায় নিতে হয় তাদের।
প্রসঙ্গত, ২০১৯ সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালে উঠলো বার্সোলোনা।