১৮ বছরের অপেক্ষার অবসান। বিরাট কোহলি অবশেষে আইপিএল শিরোপার স্বাদ পেলেন। চতুর্থ ফাইনালে এসে প্রথমবারের মতো ট্রফি ছুঁয়ে দেখলেন তিনি।
মঙ্গলবার (৩ জুন) রাতে আহমেদাবাদে অনুষ্ঠিত এই জাঁকজমক ফাইনালে বেঙ্গালুরু ৬ রানে হারায় পাঞ্জাবকে।
প্রথমে ব্যাট করে বেঙ্গালুরু তোলে ৯ উইকেটে ১৯০ রান। এই ইনিংসে সর্বোচ্চ ৪৩ রান করেন কোহলি। রজত পতিদার, লিয়াম লিভিংস্টোন, মায়াঙ্ক আগারওয়াল ও জিতেশ শর্মা—সবাই রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।
বিশেষ করে জিতেশের ১০ বলে ২৪ রানের ঝড়ো ইনিংস দলকে ২০০ রানের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল।
জবাবে পাঞ্জাব থামে ৭ উইকেটে ১৮৪ রানে। জশ ইংলিস ২৩ বলে ৩৯ রান করলেও বাকি ব্যাটসম্যানরা ছিলেন খোলসে।
স্পিনার ক্রুনাল পান্ডিয়ার ৪ ওভারে ১৭ রানে ২ উইকেট আর ভুবনেশ্বর-হ্যাজলউডের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে ম্যাচ হাতছাড়া হয় পাঞ্জাবের।
যখন জশ হ্যাজলউড শেষ বলটা ডেলিভারি করতে যাবেন তখন কোহলির চোখে জল। এতদিনের লালিত স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। চোখ কি আর কথা মানে?