ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারের দুই দিনের মাথায় জামিন পেলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া।
মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাকে জামিন প্রদান করেন।
গতকাল তাকে আদালতে তোলা হলে কারাগরে পাঠানোর নির্দেশ দেন আদালত। এই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তার সহকর্মীরা এই ঘটনার নিন্দা জানায়। শোবিজ অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এর আগে গত রবিবার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে । পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেদিনই তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।