দেশজুড়ে চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে যৌথ বাহিনী বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এখন পর্যন্ত ১,৩০৮ জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে মেট্রো অঞ্চলে ২৭৪ জন এবং রেঞ্জ এলাকায় ১,০৩৪ জন গ্রেফতার হয়েছেন।
রোববার (৯ ফেব্রুয়ারি) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, “যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে, তাদের ‘অপারেশন ডেভিল হান্ট’-এর মাধ্যমে আটক করা হবে। যতদিন না ডেভিল শেষ হবে, ততদিন এই অভিযান চলবে।”
গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ অভিযান ঘোষণা করে । শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান শুরু করে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে টহল বাড়ানো হয়।