সারাদেশে অন্তর্বর্তী সরকারের ১০০ দিনে পাঁচ শতাধিক মানুষ খুন হয়েছে। কেবল ঢাকাতেই সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে খুন হয়েছে ৬৮ জন।
ডিএমপির এক পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
পরিসংখ্যান থেকে জানা যায়, মে থেকে জুলাই মাসে ৮৮টি হত্যা মামলা হলেও পরের তিন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে ৩২৫টি।
ডিএমপি বলছে বেশিরভাগ ঘটনাই বিচ্ছিন্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, চিহ্নিত ও দাগী অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। খুব দ্রুতই বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা যায়।
এদিকে অপরাধ বৃদ্ধির জন্য অপরাধ বিজ্ঞানীরা নিরাপত্তার ঘাটতি,সামাজিক যোগাযোগ মাধ্যম ও প্রযুক্তির অপব্যবহার এবং মাদককে দায়ী করেছেন।