বাংলাদেশ ক্রিকেটে অধিনায়কত্বের প্রশ্নে আলাপ নতুন নয়। এ আলাপ ঘুরছেই ঘূর্ণায়মান চাকার মতো। ঘুরে ঘুরে নতুন নাম আসতে শুরু করে। ক্রিকেটের তিন সংস্করণেই একই অধিনায়ক থাকবে নাকি আলাদা অধিনায়ক থাকবে সেটাও ছিলো গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তবে ২০১৪ সালে মাশরাফি বিন মুর্তজাকে যখন টি-টোয়েন্টির ক্যাপ্টেন করা হলো তখন থেকেই সামনে আসলো নতুন সমীকরণ। তখন থেকেই ক্রিকেটের তিন সংস্করণে পৃথক অধিনায়ক নিয়ে ভাবনার শুরু।
সম্প্রতি, নাজমুল হোসেন শান্ত তাঁর ব্যক্তিগত কারণে টি-টোয়েন্টি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার সিদ্ধান্তে সম্মতি দিয়েছে বিসিবিও।
বিসিবি সূত্রে জানা গেছে, নাজমুল এখন শুধুমাত্র টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়কত্ব চালিয়ে যাবেন। তাঁর সিদ্ধান্তের পর, মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা প্রবল। ওয়েস্ট ইন্ডিজ সফরে ইতিমধ্যেই লিটন ৩-০ ব্যবধানে সিরিজ জিতিয়ে নেতৃত্বের একটা প্রমাণও দিয়েছেন। সবকিছু মিলিয়ে এবার বাংলাদেশ ক্রিকেটের নেতৃত্বে নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে।