জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ওপর হামলার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার (২১ মে) বেলা ১২টার দিকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার (২১ মে) ১২টার দিকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে প্রশাসনিক ভবনের গেটে গাড়ি থেকে নামার সময় স্নাতক (পাস) ২০২২-এর পরীক্ষার্থীরা অটোপাসের দাবিতে তাকে ঘিরে ধরেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ সময় তাদের মধ্যে লুকিয়ে থাকা কিছু ছাত্র নামধারী দুষ্কৃতকারী অসৎ উদ্দেশ্যে উপাচার্যকে হামলার চেষ্টা করেন। এতে তিনি কিছুটা আহত হন।
স্নাতক (পাস) ২০২২ ব্যাচের শিক্ষার্থীরা এর আগেও অটোপাসের দাবিতে একাধিকবার ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তবে কর্তৃপক্ষ অটোপাসের দাবি প্রত্যাখ্যান করে যথাযথভাবে পরীক্ষা নিয়েছে এবং এতে ৬৯% শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত করে গাজীপুরের গাছা থানায় মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। কোনো অবস্থাতেই শিক্ষার্থীদের অটোপাস দেওয়া হবে না।